দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বলিউড বাদশা শাহরুখ খান তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন।
২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’ -এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মানজনক স্বীকৃতিতে ভূষিত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার কোটি কোটি ভক্তের মাঝে, যার ফলে উচ্ছ্বাসের এক নতুন ঢেউ বইছে।
‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা থাকলেও, সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা অর্থাৎ জাতীয় পুরস্কার ছিল অধরা। অবশেষে ‘জাওয়ান’ -এ তার অসাধারণ অভিনয় সেই শূন্যতা পূরণ করল।