1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 1:59 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক

  • প্রকাশিতঃ বুধবার, আগস্ট ২৭, ২০২৫
  • 48 বার সংবাদটি পড়া হয়েছে

সাবা আজাদের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। মাঝে এ জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়েছিল। এবার প্রেমিকা সাবার কাছে নিজের ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক রোশান। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, জুহুর সি-ফেসিং বিলাসবহুল ফ্ল্যাটটি প্রেমিকা সাবা আজাদের কাছে ভাড়া দিয়েছেন হৃতিক।
ভাড়া বাবদ সাবাকে প্রতি মাসে ৭৫ হাজার রুপি গুনতে হবে। এক বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন সাবা।

জুহু-ভারসোভা লিংক রোডের মান্নত অ্যাপার্টমেন্টে (বর্তমান) অবস্থিত হৃতিকের ফ্ল্যাট। ২০২০ সালের অক্টোবরে হৃতিক রোশান এই ভবনে ৩টি ফ্লোর কিনেন ৯৭.৫ কোটি রুপিতে।
এ ভবনের ১৮, ১৯ ও ২০তম তলা নিয়ে গড়ে উঠেছে এই ডুপ্লেক্স ফ্ল্যাট। যার আয়তন ১২ হাজার বর্গফুট। লিভ অ্যান্ড লাইসেন্স চুক্তি অনুসারে, গত ৪ আগস্ট, চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাবা আজাদ ১ লাখ ২৫ হাজার রুপি জমা দিয়েছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেমের গুঞ্জন চাউর হয়। এর পর থেকে সম্পর্ক নিয়ে তাদের আর কোনো লুকোচুরি করতে দেখা যায়নি। গত বছর গুঞ্জন চাউর হয়, ভেঙে গেছে এ জুটির প্রেম। তবে সব গুঞ্জন উড়িয়ে দেন এই যুগল।

২০২৫ সালকে স্বাগত জানাতে দুবাইয়ে উড়ে যান সাবা-হৃতিক।
সংযুক্ত আরব আমিরাতে দারুণ সময় উপভোগ করেন তারা। তখন জানা যায়, চলতি বছরে বিয়ে করবেন। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি এই প্রেমিক যুগল।

প্রায় এক দশকের বেশি সময় আগে সুজান খানের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক। এরপর অনেকের সঙ্গেই বলিউডের ‘গ্রিক গড’খ্যাত এই নায়কের প্রেমের গুঞ্জন ছড়ায়। সর্বশেষ সাবার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হৃতিক। সাবা এখন তার পরিবারের সদস্যের মতো।

সাবা আজাদ পেশায় একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ২০১১ সালে ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ এবং ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। বেশ কিছু শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। এছাড়া থিয়েটারে পরিচালনার কাজও করেছেন। গানের জগতেও ভালো পরিচিতি রয়েছে সাবার।

সাবা এর আগে অভিনেতা নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে লিভ-টুগেদার সম্পর্কে ছিলেন। কয়েক বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews