1. admin@sylhetbela24.com : admin :
July 8, 2025, 12:09 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে আটক প্রেমিক

  • প্রকাশিতঃ সোমবার, জুন ৩০, ২০২৫
  • 26 বার সংবাদটি পড়া হয়েছে

প্রেমের টানে অবৈধভাবে ভারত সীমান্ত পাড়ি দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে আসা আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে ওইদিন সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসেন ওই যুবক।
আটক প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক নারীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ানের। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ওই প্রেমিকা বিয়ের আশ্বাস দিলে গতকাল রবিবার সকালে ওই প্রেমিকার বাড়িতে আসেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।

আরিয়ান মির্জা বলেন, ‘দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।’

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ‘ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews