1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 9:12 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রেম ও একসঙ্গে থাকার কথা স্বীকার করলেন জয়া আহসান

  • প্রকাশিতঃ সোমবার, আগস্ট ১১, ২০২৫
  • 37 বার সংবাদটি পড়া হয়েছে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কাজ, সমাজ, সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকলেও নিজের প্রেম-ভালোবাসা আর সম্পর্ক সবসময় আড়ালে রেখেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অভিনেত্রী নীরব থেকেছেন। সম্প্রতি কলকাতায় জয়া আহসানের দুটি সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পেয়েছে। সেই সিনেমার প্রচারে ব্যস্ততার মাঝেই ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙেছেন অভিনেত্রী।

জয়া আহসান বলেন, হ্যাঁ, আমার জীবনে একজন আছে। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নয়। তিনি বলেন, আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আর আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু সে কোনো অভিযোগ করে না। বরং সবসময় সমর্থন দেয়। এ মানসিকতা বিরল বলে জানান অভিনেত্রী।

জয়া আহসান বলেন, আমরা দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করি। সে শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেয়। সব কিছু মিলেই সম্পর্ককে দৃঢ় করছি।

বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই।এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে বলেও জানান জয়া আহসান।

এর আগে অভিনেতা ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। সেই সম্পর্ক টেকেনি। এরপর থেকে সিঙ্গেলই ছিলেন। আজ জানা গেল জয়ার জীবনে দ্বিতীয় আরেকজন এসে গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews