1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 1:06 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে’

  • প্রকাশিতঃ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
  • 38 বার সংবাদটি পড়া হয়েছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে।

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নেপালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নেপালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দুই দিনের মধ্যেই ঘোষণা দিয়েছে ৬ মাসের মধ্যে সে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান উপদেষ্টা চাইলেই ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি নির্বাচন না দিয়ে ননা ভাবে তার সমর্থিত রাজনৈতিক দল গঠন করে বিভিন্ন উসকানিমূলক প্ররোচনা দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্তির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তরালে এবং সম্মুখে বাংলাদেশের সমস্ত জায়গায় মবোক্রেসি সৃষ্টি হয়েছে। ভদ্রলোকদের আক্রমণ করছে। এই অবস্থাকে সরকার এখন পর্যন্ত নিভৃত করতে পারেনি।’

দেশের অর্থনীতি ও বিদেশি বিনিয়োগকারীদের প্রসঙ্গ তুলে সাবেক এ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এদেশের ব্যবসা-বাণিজ্য আজ কোনো কিছুই সচল নেই। অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে মানুষকে বুঝাতে চায় বিদেশে থেকে তারা বিনিয়োগ আনবে। বাংলাদেশে যেসব মিল-ফ্যাক্টরি ও কল-কারখানা আছে সেগুলোতে আপনি বিদ্যুৎ-গ্যাস দিতে পারেন না। বিদেশি বিনিয়োগকারীদের কথা বলে মানুষকে ভাওতা না দিয়ে দেশের শিল্পপতি ও বিনিয়োগকারীদের যথাযথ সুযোগ করে দিলে দেশের অর্থনীতি স্বচ্ছল হবে।’

জোয়াগ ইউনিয়ন এলডিপি সভাপতি সিরাজুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান।

এছাড়া সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব এলাহী, ধেরেরা উচ্চ বিদ্যালয় শিক্ষক সিদ্দিকুর রহমান, এলডিপি নেতা মনু মেম্বার প্রমুখ।

সম্মেলনে সিরাজুল হক মাস্টারকে সভাপতি, আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ও ফয়েজ মেম্বারকে সাংগঠনিক সম্পাদক কের ১০১ সদস্যের জোয়াগ ইউনিয়ন এলডিপির কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews