শ্রীলংকার বিপক্ষে টেস্টের পর ওয়ানডে সিরিজও খুঁইছে সফরকারী বাংলাদেশ দল। বর্তমানে দলটায় খেলোয়াড়দের মাঝে জয়ের বাড়তি কোনো ক্ষুধা নেই। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন যেন এক অদৃশ্য চাপে বন্দি।
না, বিশ্বকাপ জেতার দায় নেই, টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও কেউ মাথাব্যথা করে না। এমনকি এশিয়া কাপ জয়ের স্বপ্নও এখন অনেকটা ‘অবাস্তব’ ঠেকে ভক্তদের চোখে। তবু ক্রিকেটারদের ব্যাটিং দেখলে মনে হয়, যেন বিশাল কিছু হারানোর ভয় তাড়া করে ফিরছে তাদের প্রতিটি শটে, প্রতিটি বল মোকাবিলায়।
আর এই অস্বাভাবিক মানসিকতার দিকেই আঙুল তুলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আকরাম খান। শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর আজ বুধবার (৯ জুলাই) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে ভীষণ হতাশ।
সাংবাদিকের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো অতিরিক্ত সতর্কতার কারণে। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট।
হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে। দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না।’
দ্বিতীয় ওয়ানডেতে রান আউট হয়ে তাওহিদ হৃদয়ের ব্যাট ছুড়ে মারার ঘটনাও ভালোভাবে নেননি আকরাম। আকরাম বলেন, ‘ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে। কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে…এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।’
শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডেতে একটিতেও ৫০ ওভার ব্যাটিং করতে পারেননি টাইগাররা। এ প্রসঙ্গে টেনে আকরাম খান বলেন, ‘এগুলো হলো ভেরি নরমাল বেসিক, ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো, যারা (ভালো) খেলে, তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না।
হয়তো ওরা ম্যাচ হারে, জেতেৃ আমাদের জন্য এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা–দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে—গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।’