জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘরে এসেছে নতুন অতিথি। এক পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী এই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল আমিন সরকার যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মা ও নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
হাসনাত এবং তার স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত আবদুল্লাহ। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে শুরু থেকেই নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন হাসনাত। পরে আন্দোলন পরিচালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে বক্তব্য–বিবৃতি দিয়ে ব্যাপক পরিচিতি পান।