1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 9:14 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

  • প্রকাশিতঃ শনিবার, আগস্ট ৯, ২০২৫
  • 51 বার সংবাদটি পড়া হয়েছে

বক্স অফিসে সাফল্যের পর তারকা জুটির সম্পর্কের সমীকরণ বদলে যাওয়া শোবিজে নতুন কিছু নয়। সিনেমা হিট হলেই জুটিদের নিয়ে শোনা যায় প্রেমের গুঞ্জন।

সেটা ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা হোক বা সিদ্ধার্থ-কিয়ারা, পর্দার রোমান্সের ফাঁকে কখন যে তা বাস্তবে রূপ নিয়ে নেয় তা বলা দায়।

এবার চমকপ্রদ খবর, ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি বাস্তবেও জমে ক্ষীর। আর সেই জল্পনাযজ্ঞেই ঘৃতাহূতি দিল সোশ্যালে ভাইরাল হওয়া এক ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পর্দার প্রেমিক আহান পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা।

সেখানে অবশ্য মধ্যমণি আহানও উপস্থিত ছিলেন। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বের হতে দেখা যায়।

তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আপাতত চর্চা তুমুল। দেখা যায়, আহান তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি।

তারকাদের উপর এমনিই সবসময়ে নেটপাড়ার আতস কাচ থাকে।

অতঃপর আহান-অনীতের এহেন ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের।

পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।

প্রসঙ্গত , মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে দর্শকদের। ছবিতে আহানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews