1. admin@sylhetbela24.com : admin :
July 9, 2025, 3:02 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বাহুবলে টমটম চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
  • 22 বার সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবলে টমটম চালকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার ভাটকাটিয়া মন্দিরসংলগ্ন রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করে। তার নাম মো. কাশেম আলী (২৭)। সে স্থানীয় লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কাশেম আলী প্রতিদিনের ন্যায় সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে টমটম গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। মিরপুর-বৈদ্যের বাজার রুটে সে টমটম চালাত।

রাত ১১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগ করে ফোন বন্ধ পান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল ৯টার দিকে ভাতকাটিয়া মন্দিরের কাছে রাস্তায় তার হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ৯টি কাঁঠাল ক্রয় করে টমটম ভাড়া করে ঘটনাস্থলে এসে ভিকটিমের হাত, পা ও মুখ বেঁধে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রাস্তায় ফেলে টমটম নিয়ে যায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews