বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে তথাকথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হত না। পালিয়ে যাওয়ার পথ তিনি ও তার দল তৈরি করেছে। বিএনপি চায় সব দল রাজনীতি করবে। এ দেশে নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে সব দল অংশ নেবে।
জনগণ তাদের ভোটে প্রতিনিধিত্ব নির্বাচিত করবে এটাই বিএনপি চেয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের জনগণ। আওয়ামী লীগ যে অপকর্ম করেছেন, তার কিছু অংশও বিএনপির নেতাকর্মীরা করেন তাহলে বিএনপি করতে পারবেন না।
বিএনপি জনগণের দল। জনগণ কষ্ট পাবে এমন কোনো কাজ করবে না বিএনপির নেতাকর্মীরা। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু এই বিএনপিতে জায়গা পাবে না। কোনো ব্যক্তি বা নেতা বিএনপির পরিচয়ে বল প্রয়োগ করে চাঁদা দাবি করে সে বিষয়টি আমাদের জানাবেন আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।
’
বিএনপি আগে না। সবার আগে বাংলাদেশ, দেশের জনগণ তারপর বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ যদি থাকে, দেশের জনগণ যদি থাকে সেখানে বিএনপি থাকবে। ষড়যন্ত্র হচ্ছে বিভিন্নভাবে। বিএনপিকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। একটার পর একটা ঘটনা ঘটানো হচ্ছে।
আর তার দায়ভার বিএনপির ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে।’
ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌর চন্দ্র সরকার গৌরাঙ্গ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহসভাপতি ডি এম শওকত আকবর, সহসভাপতি শফিকুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক আলতাফ মিয়া ও সোহেল ছানোয়ার চৌধুরী, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, আনাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন খান ও সাধারণ সম্পাদক জুলহাস মিয়া প্রমুখ বক্তৃতা করেন।