২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ঐতিহাসিক হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর সেই আসরের একটি ঘটনা ঘিরে ফের আলোচনায় এসেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। তবে এবার বিষয়টা মাঠের নয়, বরং আইনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভোর খবরে বলা হয়েছে, কাতার বিশ্বকাপে ফরাসি দলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কয়েকজন সদস্যকে এমবাপ্পে যে বোনাস দিয়েছিলেন, সেটি নিয়ে এখন তদন্ত চালাচ্ছে ফরাসি কর বিভাগ।
বিষয়টি এমবাপ্পের দোষ না হলেও, তার দেওয়া সেই ‘উপহার’ এখন আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি পুলিশের পাঁচ কর্মকর্তা এখন তদন্তের আওতায় রয়েছেন। এমবাপ্পে ওই পুলিশ সদস্যদের কৃতজ্ঞতা স্বরূপ বিশ্বকাপ থেকে পাওয়া বোনাসের অংশ হিসেবেই আর্থিক অনুদান দেন। এ ধরনের সৌজন্যতামূলক উদ্যোগ খেলোয়াড়দের মাঝে নতুন কিছু নয়।
বিশেষ করে যারা দলের নিরাপত্তা নিশ্চিত করেন।
তবে সমস্যার সূত্রপাত হয় তখন, যখন এই পুলিশ সদস্যরা তাদের প্রাপ্ত অর্থ ফরাসি রাজস্ব বিভাগে ঘোষণা দেন। ফরাসি কর কর্তৃপক্ষ এখন খতিয়ে দেখছে, এসব অর্থ সঠিকভাবে ঘোষণা করা হয়েছিল কি না এবং এত বড় অঙ্কের অর্থ হস্তান্তরের ক্ষেত্রে করপত্রের নিয়ম ঠিকভাবে মানা হয়েছিল কি না।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চারজন পুলিশ সদস্য পেয়েছেন ৩০ হাজার ইউরো করে এবং তাদের ঊর্ধ্বতন এক কর্মকর্তা পেয়েছেন ৬০ হাজার ৩০০ ইউরো।
সব মিলিয়ে এমবাপে এই পাঁচজনকে দেন মোট ১ লাখ ৮০ হাজার ৩০০ ইউরো।
এই অনুদান বিষয়ে এমবাপ্পে একটি বিবৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে, সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কৃতজ্ঞতা জানিয়ে তিনি এই অর্থ প্রদান করেছিলেন। শুধু ওই পুলিশ সদস্যদের নয়, অন্যান্য কিছু সামাজিক সংগঠনকেও দিয়েছেন তিনি।