1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 4:15 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১২ গবেষক

  • প্রকাশিতঃ সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
  • 29 বার সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন গবেষক বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। গত শনিবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বখ্যাত বিজ্ঞান ও চিকিৎসাবিষয়ক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ এর যৌথ গবেষণায় ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকাটি গবেষকদের বৈজ্ঞানিক প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন সংখ্যা ও অন্যান্য গবেষণা সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, তালিকায় অন্তর্ভুক্ত ১২ জনের মধ্যে ১১ জন শিক্ষক এবং ১ জন স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন।

তালিকায় স্থান পাওয়া বাকৃবির গবেষকরা হলেন ১. কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর ২. কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান ৩. কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ ৪. প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাহজিব-উল-আরিফ ৫. উদ্ভিদ রোগতত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর ৬. বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম ৭. মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান ৮. একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে রোহানী ৯. ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান ১০. প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান ১১. মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির এবং ১২. কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এই সম্মাননা প্রসঙ্গে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর বলেন, ‘নিজের কাজের জন্য এমন স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই স্বীকৃতি বাকৃবির অন্য শিক্ষক-গবেষকদেরও উৎসাহিত করবে।’

প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় এ বছর বাংলাদেশ থেকে ৭১টি প্রতিষ্ঠানের মোট ২৮৬ জন গবেষক স্থান পেয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews