1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 10:26 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বড়লেখায় ছাগল গিলে ফেলল অজগর

  • প্রকাশিতঃ শনিবার, আগস্ট ২, ২০২৫
  • 78 বার সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবরথল (করইছড়া) গ্রামে ছাগল খাওয়ার অভিযোগে একটি বিশাল আকৃতির অজগর সাপকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পরিবেশকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে গ্রামের ৫-৬টি ছাগল নিখোঁজ হওয়ায় প্রথমে চুরির সন্দেহ করা হয়। বৃহস্পতিবার একটি অজগর ছাগল গিলতে দেখে গ্রামবাসী জড়ো হয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে সাপটিকে হত্যা করে।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অজগরটি কয়েকটি ছাগল খেয়েছিল। একটি ছাগল খাওয়ার সময় স্থানীয়রা সাপটিকে মেরে ফেলে।”

পরিবেশকর্মী সাঈব আহমদ ইয়াসের বলেন, “অজগরের মতো বন্যপ্রাণীকে পিটিয়ে মারা অমানবিক ও আইনবিরোধী। এটি সচেতনতার অভাবের প্রমাণ। বনবিভাগের উচিত দুর্গম এলাকায় সচেতনতা কার্যক্রম চালানো।”

বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলমও তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews