1. admin@sylhetbela24.com : admin :
October 16, 2025, 11:10 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মঙ্গলবার সিলেটের যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

  • প্রকাশিতঃ সোমবার, আগস্ট ১৮, ২০২৫
  • 25 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেট মহানগরীর লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসাবে বৃক্ষ কর্তনের জন্য বিদ্যুৎবিহীন থাকবে বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার।

তিনি জানান, ‘নেদারল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর ২০২৫’ উপলক্ষ্যে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের জন্য জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসাবে বৃক্ষ কর্তনের জন্য মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও তৎসংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews