1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 1:52 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মধ্যনগরে ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, জুলাই ২০, ২০২৫
  • 46 বার সংবাদটি পড়া হয়েছে

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সদর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক দুটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২০জুলাই)দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদর ইউনিয়নের এবং বংশীকুন্ডা বাজারে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়। দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করতে এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিতেই এসব সভার আয়োজন করা হয়।

সদর ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য আতিউর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আবে হায়াৎ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও মো.মোশাহিদ তালুকদার।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো.কামাল হোসেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি মো.আব্দুল জলিলসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির পরিচিতি সভায় তৃণমূল পর্যায়ের ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো.সুজন মিয়া। যুগ্ম আহ্বায়ক মো.নজরুল ইসলাম ও মো.তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো.শাহেবুর আলম,মো.ইনামুল গণি রুবেল,মো.নেকবর হোসেন,মো.সাজ্জাদুর রহমান ও মো.সেনোয়ার হোসেন। এছাড়াও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

পরিচিতি সভায় নেতাকর্মীরা বলেন, বর্তমান সময়ে বিএনপির রাজনীতি নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই সংকটকালে যারা নিঃস্বার্থভাবে দলের পাশে ছিলেন,আন্দোলনে ছিলেন,নির্যাতন-হয়রানির শিকার হয়েও কখনো পিছু হটেননি—তাদের মূল্যায়নের ভিত্তিতেই সংগঠনকে পুনর্গঠন করা হবে।

তারা বলেন— “আমরা এমন নেতৃত্ব চাই, যারা শুধু নেতৃত্ব দেবে না,দরকার হলে রাজপথে প্রথম সারিতে দাঁড়াবে। নেতৃত্বের আসনে যেন কখনো সুযোগসন্ধানী ও বসন্তের কোকিলরা না আসে—এই প্রত্যাশা নিয়ে আমরা তৃণমূল বিএনপিকে গড়তে চাই।”

আরও বলা হয়, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত দলকে কার্যকর ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে হবে। এজন্য প্রয়োজন এমন কমিটি, যাঁরা জনগণের সঙ্গে সম্পৃক্ত, দলের প্রতি অনুগত এবং দীর্ঘদিন মাঠে-ময়দানে সক্রিয় ছিলেন।

এসময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন,“বিএনপির ভিত্তি হচ্ছে তৃণমূল। যারা কঠিন সময়ে দলের পাশে ছিলেন, তাদের সম্মান জানিয়ে দ্রুত ওয়ার্ড কমিটি গঠন করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews