সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এ নিয়ে রাজনৈতিক মহলে জলপনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ দেওয়া হয়েছে ইউনিয়নের আহ্বায়ক কমিটির অনুমোদন। গত (৯ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবেহায়াত ও ১নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু তালুকদারের যৌথ সাক্ষরিত ঘোষিত হয়েছে নতুন কমিটি।
প্রেক্ষিতে রোববার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টার সময় বিএনপির অস্থায়ী কার্যালয়ে, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে।
জানা গেছে, ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দরা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অতীতের কার্যক্রমে রাজনৈতিক নিষ্ঠা ও ত্যাগ তিথিঙ্কা যাচাই-বাছাই করছেন।
বিশেষ করে যারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে রাজপথে সক্রিয় ছিলেন, দমন-পীড়ন সহ্য করেছেন এবং মামলার শিকার হয়েছেন, তাদের মূল্যায়নের ভিত্তিতেই কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আবেহায়াত, ১নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, ইনামুলগনি রুবেল, মো. সেনোয়ার হোসেন, মো. নেকবর হোসেন।
এছাড়াও বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটির নবনির্বাচিত আহ্বায়ক মো. সুজন মিয়া, ১নং যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য আবুল কাশেম, মো. সেলিম মিয়া, ইকবাল হোসেন, টিটন মিয়া, সহীদ মিয়া, বজলু মিয়া, রাসেল মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।