সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৬টা ১০ মিনিটে বাংগালভিটা বিওপির সদস্যরা সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান। পরে সেগুলো আটক করা হয়।
আটক গরুগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’