রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো দেশ। ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী, শিক্ষকদের মৃত্যুর এ মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছে না কেউই। এমন হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস ও তার দল নগরবাউল।
এই মুহূর্তে জেমস এখন সংগীত সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
গত মাস থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। তার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফরম করবেন জেমস।
‘নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি’ শীর্ষক এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।
May be an image of heart and text that says ‘GRAB YOUR TICKETS FROM ticketi bhai SCAN FOR TICKETS R ENTERLINVENT ちぬらいた 名南みち NAGARBAUL JAMES LiveLPhilly ive In Philly HOME CA民E OUR HEART GOES OUT A PORTION OF OUR TICKET SALES WILL GO TO SUPPORT THE STUDENTS AFFECTED BY THE TRAGEDY THIS CONT TRIBUTION IS SMALL GESTURE F BOLIDARIT AND COMPASSION VENUE H GREATER PHILADELPHIA EXPO CENTER PAKTTEH TBN PARINEM 25THJ JULY 2025 6PMT012AM 6 AM COMMUNITY ויט ticket bhai’
এক ফেসবুক পোস্টে আয়োজকরা জানান, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমরা শোকাহত।
আমরা তাদের পাশে আছি। নগর বাউল জেমস লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।’
এদিকে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে নগর বাউল জেমসের ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন; তাঁদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়।
এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩১ জন, আহত হয়েছে শতাধিক।