হবিগঞ্জের মাধবপুরে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন একই এলাকার বাসিন্দা সজল দাস (৪৫), সেন্টু মিয়া (৩০) ও মো. ফারুক মিয়া (৩১)।
ইয়াবাসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন।
তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’