1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 1:40 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মাধবপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক

  • প্রকাশিতঃ বুধবার, আগস্ট ৬, ২০২৫
  • 49 বার সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ নজির আহমদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (চুনারুঘাট সার্কেল) সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সহিদ উল্লাহ এবং ওসি (তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯০ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। সীমান্ত এলাকা থেকে মাদক এনে মাধবপুরকে রুট হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ।

পুলিশ আরো জানায়, আটক নজির আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আটককৃত মাদক কারবারি নজির আহমদ গোয়াইনঘাটের নয়ামাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. সহিদ উল্লাহ বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। মাধবপুরকে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আজকের অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে এবং এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই পুলিশের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। মাদকবিরোধী অভিযান আরো জোরদার হওয়া প্রয়োজন বলে জানান স্থানীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews