1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 10:45 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মামলায় জড়ালেন অভিনেতা থালাপতি বিজয়

  • প্রকাশিতঃ রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
  • 37 বার সংবাদটি পড়া হয়েছে

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সম্প্রতি তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে)-এর এক সমাবেশে ভক্তকে তার দেহরক্ষীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভারতের পেরাম্বালুর জেলার কুন্নাম থানায় এ মামলাটি দায়ের করা হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি-র খবরে জানা যায়, শরৎকুমার নামের এক ব্যক্তি এই অভিযোগ করেছেন। তিনি জানান, বিজয়ের সমাবেশে দেহরক্ষীরা তাকে মারধর ও দুর্ব্যবহার করেন।

এ অভিযোগের ভিত্তিতে থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় টিভিকের দ্বিতীয় মহাসমাবেশে যোগ দেন বিজয়। সেখানেই সমাবেশ ঘিরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সভায় অংশ নিয়ে বিজয় ঘোষণা দেন, তিনি মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

একইসঙ্গে বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ডিএমকেকে দলের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন তিনি।

থালাপতি বিজয় গত বছরের ফেব্রুয়ারিতে অভিনয়জীবন ছেড়ে রাজনীতিতে নামেন। দল ঘোষণার আট মাস পর এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় হাজির হন এই সুপারস্টার। সেই সময় তিনি বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews