1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 10:45 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মা হচ্ছেন ক্যাটরিনা, জানা গেল দিনক্ষণ!

  • প্রকাশিতঃ সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
  • 29 বার সংবাদটি পড়া হয়েছে

প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। অক্টোবর-নভেম্বরের মধ্যে তাদের ঘরে নতুন অতিথি আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। যদিও এই দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এনডিটিভি জানিয়েছে, গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার গর্ভাবস্থার গুঞ্জন চলছিল। তবে বিষয়টি নিয়ে তারা নীরব ছিলেন। গুঞ্জনের পর থেকেই ক্যাটরিনা আড়ালে রয়েছেন। সন্তান জন্মের পর তিনি দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন এবং সন্তানের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন।

সম্প্রতি ভিকি কৌশলের অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমার ট্রেলার প্রকাশের সময় সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘যদি কোনো সুসংবাদ থাকে, আমরা আনন্দের সঙ্গে সবার সঙ্গে তা ভাগ করব। তবে আপাতত এই খবরের কোনো সত্যতা নেই। এখন ব্যাড নিউজ উপভোগ করুন, আর যখন গুড নিউজ থাকবে, আমরা অবশ্যই আপনাদের জানাব।’

ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় জমকালো কিন্তু ঘনিষ্ঠ পরিসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিশেষ মুহূর্তে তাদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তরা সবসময় ভালোবাসা ও একসঙ্গে থাকার ঝলক পান।

ভিকি কৌশল সর্বশেষ অভিনয় করেছেন ঐতিহাসিক পটভূমির সিনেমা ছাভা-তে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে সর্বশেষ দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবিতে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews