1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 7:22 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মিথিলার পাসপোর্টে স্বামী কে?

  • প্রকাশিতঃ মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
  • 26 বার সংবাদটি পড়া হয়েছে

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নতুন করে প্রেম করছেন। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে তার প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সোমবার সুস্মিতার সঙ্গে শারদীয় দুর্গোৎসবে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। এরপর থেকে প্রেমের গুঞ্জন আরও উসকে উঠে।

এরই মধ্যে দেশের একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল এমন- অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেছেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

তবে উনি কি এখনো আপনার স্বামী? এ প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়েছেন মিথিলা। পরে তিনি বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন তিনি। আইরাকে ভর্তি করিয়েছিলেন কলকাতার একটি স্কুলে। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন অভিনেত্রী।

এছাড়া ওই অনুষ্ঠানে সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও হয়। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা মেলে না। ২০২৪ সালের জুলাইয়ের পর আর কলকাতা যাননি মিথিলা। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews