মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজতখানা থেকে মো. মোকাদ্দুস (৪৬) নামের এক হত্যা মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই পুলিশের হাজতখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
সূত্র জানায়, কমলগঞ্জ থানায় করা একটি হত্যা মামলার তদন্তাধীন আসামি মোকাদ্দুসকে কমলগঞ্জ থানা থেকে রবিবার সন্ধ্যায় পিবিআই হাজতখানায় আনা হয়।
পরদিন সোমবার ভোর ৬টার দিকে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় দায়িত্বরত পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার পিবিআই পুলিশের এসপি জাফর হোসেন বলেন, ‘মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি। তাকে রবিবার কমলগঞ্জ থানা থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার ভোরে হাজতখানার ভেতরে সে লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। লাশটির ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।’