1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 10:27 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

  • প্রকাশিতঃ শনিবার, আগস্ট ২, ২০২৫
  • 58 বার সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারে একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরো চারজন যাত্রী।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন নবীগঞ্জ উপজেলার ওমরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস মৌলভীবাজার আসার পথে দুর্লভপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।
তিনি জানান, আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর সড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ‍দিকে দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews