যুক্তরাষ্ট্রের পশ্চিম শার্লটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন।
দেশটির স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে আই-৪৮৫ মহাসড়কের এক্সিট ৯–এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আরও একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার আঘাত প্রাণঘাতী নয়।