রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে ঘিরে গরম হয়ে উঠেছে ইউরোপের ট্রান্সফার মার্কেট। ফিফা ক্লাব বিশ্বকাপে খুব একটা সময় না পাওয়ায় তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোরাল হয়েছে। তার ওপর কোচ জাবি আলোনসোর অধীনে নতুন সিস্টেমেও রদ্রিগোর জায়গা মিলছে না নিয়মিত। ফলে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
গত মৌসুমে ১৪ গোল ও ১১ অ্যাসিস্ট করা রদ্রিগো চেনা ছন্দে না থাকলেও, এখনো প্রতিভা ও গতির জন্য ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
প্রিমিয়ার লিগে খেলা রদ্রিগোর দীর্ঘদিনের স্বপ্ন। এতদিন আর্সেনালকে তার সবচেয়ে কাছের গন্তব্য হিসেবে ধরা হচ্ছিল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানাচ্ছে, এবার সেই দৌড়ে হঠাৎ করেই ঢুকে পড়েছে লিভারপুল।
নতুন কোচ আর্নে স্লটের অধীনে দল ঢেলে সাজাচ্ছে লিভারপুল। শোনা যাচ্ছে, তারা রদ্রিগোর জন্য বড় অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত। জানা গেছে, রদ্রিগোর এজেন্ট পিনি জাহাবির মাধ্যমে রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ শুরু করতে শিগগিরই প্রতিনিধি দল পাঠাবে লিভারপুল।
রদ্রিগোকে ছাড়তে চাইলেও রিয়াল মাদ্রিদ তাকে কম দামে ছাড়বে না।
রিয়াল কর্তৃপক্ষের দাবি, অন্তত ১০০ মিলিয়ন ইউরো না দিলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিষয়ে তারা আলোচনায় বসবে না। তবে লিভারপুল এত বড় অঙ্ক খরচ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ তারা সম্প্রতি জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজকে দলে ভিড়িয়েছে।
তবে এই চুক্তি নির্ভর করছে আরেকটি বিষয়ের উপর—লুইস দিয়াজের সম্ভাব্য বিদায়। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের আগ্রহ রয়েছে এই কলম্বিয়ান উইঙ্গারের প্রতি।
শুধু ইংল্যান্ড নয়, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও রদ্রিগোর দিকে নজর রাখছে। তারা বর্তমানে লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজের প্রতি আগ্রহ দেখালেও, যদি সেই চুক্তি না হয়, তাহলে রদ্রিগোর জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতেও প্রস্তুত বলে জানিয়েছে এএস।