‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে যোগদানের পর গোটা ভারতীয় চলচ্চিত্রে প্রভাব এখন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের।
এবার বিখ্যাত পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে এক সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই তারকা। এতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।
আর এই সিনেমাতেই আয়ের রেকর্ড গড়তে যাচ্ছেন আল্লু। ছবিতে অভিনেতার পারিশ্রমিক ধরা হয়েছে ১৭৫ কোটি টাকা। এর মাধ্যমে ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকাদের একজন হবেন তিনি। আসন্ন এই সিনেমার বাজেটও বিশাল।
‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির অভাবনীয় সাফল্যের পর আল্লুর জনপ্রিয়তা এখন জাতীয় স্তরে। সেই জনপ্রিয়তা মাথায় রেখেই অ্যাটলির এই নতুন প্রজেক্টের বাজেট ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা।
এর মধ্যে শুধু ভিএফএক্স–এর পিছনেই খরচ করা হবে ২৬০ কোটি এবং অভিনেতা-পরিচালক ও অন্যান্য টেকনিক্যাল টিমের জন্য বরাদ্দ ২৫০ কোটি টাকা।
সূত্রের মতে, এই সিনেমায় বিভিন্ন লুক ও চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। যার জন্য একাধিক আন্তর্জাতিক টেকনিশিয়ান কাজ করছেন। ইতোমধ্যে আল্লু এবং অ্যাটলি একসঙ্গে হলিউডের কয়েকটি প্রখ্যাত স্টুডিওতে ভিজিটও করেছেন।