বুলাওয়ে টেস্টে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার খেলেছেন এক অবিশ্বাস্য ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন এই অলরাউন্ডার। যার ফলে মাত্র ৩৩ রানের জন্য ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের রেকর্ড ছোঁয়া হয়নি তার।
তবে অবাক করার মতো ব্যাপার হলো—লারা নিজেই পরে মুল্ডারকে রেকর্ড ভাঙতে উৎসাহ দেন।
মুল্ডার বলেছেন, ‘ব্রায়ান লারা আমাকে বলেছিলেন যে আমার রেকর্ডটা ভাঙার চেষ্টা করা উচিত ছিল। ও বলেছে, আমি আমার নিজের উত্তরাধিকার তৈরি করছি, এবং রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। ভবিষ্যতে যদি আমি আবার এই পরিস্থিতিতে থাকি, তাহলে যেন ৪০০ এর চেয়েও বেশি করার চেষ্টা করি।’
মুল্ডার যদিও মনে করেন, তার সিদ্ধান্ত ছিল সঠিক।
তিনি বলেছেন, ‘আমি ক্রিকেটের প্রতি শ্রদ্ধা রেখে ইনিংস ঘোষণা করেছি। দলের জয়টাই আমার কাছে বড় ছিল।’
মুল্ডারের ইনিংসে ছিল ৪৯টি চারের সঙ্গে ৪টি ছক্কা। টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর কীর্তি।
তিনি ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকার সব আগের রেকর্ড এবং উঠে আসেন টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসধারী হিসেবে।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড মজার ছলে বলেন, ‘বড় বড় স্কোরের রেকর্ডগুলো লেজেন্ডদের কাছেই থাকুক।’