ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে ২৮ রান প্রয়োজন লিটন কুমার দাসের। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ অধিনায়ক লিটন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
টি২০ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন ২০০৬ সালে অভিষেক হওয়া সাকিব। ২০১৫ সালে টি২০ অভিষেকের পর এখন পর্যন্ত ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন লিটন। সাকিবকে টপকে যেতে ২৮ রান প্রয়োজন লিটনের।
ব্যাট হাতে বর্তমানে দারুণ ছন্দে আছেন লিটন। শেষ ৫টির মধ্যে তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে টি২০তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন।
গত মাসে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ৭৩ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ পান লিটন। এর মাধ্যমে সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি।
এ ছাড়া চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে টি২০ দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এই ক্ষেত্রে মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে যান তিনি। ১৪১ ম্যাচে মাহমুদউল্লাহর ছক্কা ৭৭টি। ১১২ ম্যাচে ৭৮টি ছক্কা মেরেছেন লিটন।