1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 3:25 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

শক্তিশালী অ-পারমাণবিক ‘গাজাপ’ বোমা উন্মোচন তুরস্কের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
  • 34 বার সংবাদটি পড়া হয়েছে

দেশের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ উন্মোচন করেছে তুরস্ক। দুই হাজার পাউন্ড বা প্রায় ৯৭০ কেজি ওজনের এই বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র।

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা (আইডিইএফ) ২০২৫-এ বোমাটি উন্মোচন করা হয়। খবর: আনাদোলু এজেন্সি।

এই সংবাদ এজেন্সিকে দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, বোমাটি প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে ফেলা যায়।

তিনি আরও জানান, আরঅ্যান্ডডি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। এর গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

‘নেব-২ ঘোস্ট’ — আধুনিকতম বাঙ্কার বিধ্বংসী বোমা
এদিন কর্মকর্তারা আরও একটি বোমা সম্পর্কে তথ্য দিয়েছেন, যার নাম ‘নেব-২ ঘোস্ট’। এর ওজনও ৯৭০ কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাঙ্কার বিধ্বংসী বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

‘গাজাপ’ বোমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো স্থাপনাগুলোর সুরক্ষিত কংক্রিট কাঠামো ভেদ করতে সক্ষম।

কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল সি৩৫ গ্রেড কংক্রিটে ২ দশমিক ৪ মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, যেখানে নেব-২ সাত মিটার গভীর পর্যন্ত সি৫০ গ্রেড (তিনগুণ বেশি শক্তিশালী) কংক্রিট ভেদ করতে পারে।

একটি পরীক্ষামূলক অভিযানে নেব-২ বোমাটি একটি দ্বীপে ফেলে দেখা যায় এটি ৯০ মিটার গভীর পর্যন্ত প্রবেশ করে ভূমিধস, গ্যাস নির্গমন এবং পাথর ধ্বংসের মতো বিস্ফোরণ ঘটায়।

এফ-১৬ যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এই বোমার বিস্ফোরণ সময় ২৫ মিলিসেকেন্ডের পরিবর্তে ২৪০ মিলিসেকেন্ডে নির্ধারণ করা হয়েছে, যা ধ্বংসাত্মক ক্ষমতা আরও বাড়িয়ে তোলে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews