শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হতে পারে। গতকাল রোববার উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে শাকসু নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সমকালকে বলেন, ‘আশা করছি, সবার সহযোগিতা পেলে এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে শিক্ষার্থীদের পরীক্ষা শেষে নভেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। আমরা মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করব। নির্বাচনের তারিখ নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদসহ যাবতীয় কাজ কমিশনের মাধ্যমে শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা নির্বাচন বন্ধ রাখব। এখানে সবাইকে নিয়ম মেনে অংশগ্রহণ করতে হবে।’
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯১ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়া শাবিপ্রবিতে শাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। শাকসু প্রতিষ্ঠার পরে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হলেও ১৯৯৭ সালের পরে দীর্ঘ ২৮ বছরে নির্বাচন হয়নি। শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে কর্মসূচি ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন।