সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও (মুসিলম পাড়া) ফায়ার সার্ভিস এলাকা থেকে আলমগীর (৪৩) ও রেজাউল করিম (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃতদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
শাল্লা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফুলন চন্দ্র দেবের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। রাতের আঁধারে রাস্তার উপর গাঁজা বেচা কেনা হবে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দুইজনকে আটক করে। আটককৃত আলমগীর কান্দিগাঁও গ্রামের মৃত মজুমদারের পুত্র এবং রেজাউল করিম নোয়াগাঁও গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ঘুঙ্গিয়ারগাঁও মুসিলম পাড়ায় বসবাস করেন, তিনি বিল্লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রেজাউল করিম গাঁজা ব্যবসা করে আসছিল। এ ঘটনায় শাল্লা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। শাল্লা থানার পুলিশ সর্বদাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আগামীতে আরো অভিযান পরিচালিত হবে।”