বক্স অফিস কালেকশনের দিক থেকে সাইয়ারা এখন পর্যন্ত বছরের অন্যতম সফল সিনেমা। সিনেমাটি সোমবার ২৪ কোটি টাকা আয় করে ‘হাউজফুল ৫’, ‘রেইড ২’ এবং ‘সিতারে জামিন পার’-কে ছাড়িয়ে গেছে। মুক্তির পর প্রথম সোমবারের তুলনায় এই সিনেমাগুলোর আয় বেশ কম ছিল।
এদিকে মঙ্গলবার বক্স অফিসে ইতিহাস গড়েছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’।
আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত সিনেমাটির প্রথম মঙ্গলবারের আয় অনেক বড় বড় বলিউড চলচ্চিত্রের চেয়েও বেশি। মুক্তির প্রথম মঙ্গলবার এটি আয় করেছে ২৫ কোটি টাকা, যা সোমবারের আয়ের চেয়ে ৪.১৭ শতাংশ বেশি। সপ্তাহের মাঝামাঝি সময়ে এমন আয় বাণিজ্য বিশেষজ্ঞদেরও অবাক করে দিচ্ছে।
মুক্তির পর ‘উইকেন্ড’ পেরোতেই পরেই যেকোনো সিনেমায় আয় কিছুটা কমে যায় বক্স অফিসে।
বিশেষ করে শুক্র, শনি ও রবিবার—উইকেন্ডের এই তিনদিন পর সোমবার থেকেই প্রেক্ষাগৃহে সিনেমার আয়ের গ্রাফ নিচের দিকে নামতে থাকে। তবে ব্যতিক্রমী রেকর্ড গড়েছে সাইয়ারা। এখন পর্যন্ত প্রথম মঙ্গলবারের আয়েই আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬০ কোটি) এবং সুপারস্টার যশের ‘কেজিএফ-২’-এর রেকর্ড ভেঙেছে এটি। মোট আয়ের নিরিখে চলতি বছর মুক্তিপ্রাপ্ত আরও অনেক সিনেমা রেকর্ডও এরই মধ্যে ভেঙে দিয়েছে ‘সাইয়ারা’।
বক্স অফিসের রিপোর্ট অনুসারে, সিনেমাটি মুক্তির প্রথম দিন ২১.৫ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় দিন ২৬ কোটি, তৃতীয় দিন আয়ের পরিমাণ বেড়ে হয় ৩৫.৭৫ কোটি টাকা, চতুর্থ দিন ২৪ কোটি টাকা আয় করে। এবং পঞ্চম দিন (প্রথম মঙ্গলবার) এখন পর্যন্ত মোট আয় করেছে ২৫ কোটি টাকা। যার ফলে ভারতীয় বক্স অফিসে সাইয়ারার মোট আয় দাঁড়িয়েছে ১৩২.২৫ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় করেছে ১৯০ কোটির কাছাকাছি।