শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ী চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মনির হোসেন (২৩) নামে একজনের করুণ মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় সিএনজির অপর দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
আহতরা হলেন সিলেট সদরের কাশটুলা এলাকার তাহির মিয়া মেয়ে রুমানা বেগম (১৮) ও আব্দুল হকের ছেলে আরিফুল হক (২৪)।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন- চুনারুঘাট উপজেলার শাস্তেগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে হবিগঞ্জ সদরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
জগতপুর এলাকায় আসামাত্র বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাতনামা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। এতে ঘটনাস্থলে মারা যায় সিএনজির যাত্রী মনির হোসেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এরমধ্যে যাত্রী রুমানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওসি জানান, চাপা দেওয়া অজ্ঞাত গাড়ির সন্ধানের চেষ্টা চলছে।