ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা। সমাবেশে অভিযুক্ত ঢাবি শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘ঢাবিতে এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে আদালতে একজন নারী রিট করার কারণে তাকে গণধর্ষনের হুমকি দিয়েছেন একজন শিবির নেতা। এটা নারী সমাজের প্রতি চরম অবমাননাকর এবং নিন্দনীয়। এই ধরনের ঘটনা নারী শিক্ষার্থীদের অধিকার খর্ব করে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং অভিযুক্ত শিক্ষার্থীকে অতিদ্রুত আইনের আওতায় এনে তার ছাত্রত্ব বাতিল করার দাবি জানাই।’
শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘পাচঁ আগস্টের আগে শিবিরের ফরহাদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। ৫ আগস্টের পরও সে পদত্যাগ করেননি। সেজন্যে একজন নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছে। ফলাফলস্বরূপ তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে। হাসিনা যেভাবে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, তেমনি এখন একটা বাহিনী বট আইডি দিয়ে বিভিন্নভাবে লাঞ্ছনা করার চেষ্টা করছে। তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই গত ১৭ বছর আমরা রাজপথে ছিলাম, প্রয়োজনে আবারো তাদেরকে রাজপথে মোকাবেলা করা হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের অন্যন্য নেতৃবৃন্দ।