1. admin@sylhetbela24.com : admin :
October 16, 2025, 11:12 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার

  • প্রকাশিতঃ শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
  • 37 বার সংবাদটি পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার বা প্রচার করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর গুরুতর লঙ্ঘন। এ কারণে ভবিষ্যতে তার কোনো বক্তব্য প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার একটি ভাষণ প্রচার করেছে। সেখানে তিনি মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

এ ধরনের প্রচার জাতীয় স্বার্থবিরোধী এবং গণতান্ত্রিক উত্তরণের পথে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

সরকার জানায়, শেখ হাসিনা গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহত্যার নির্দেশ দিয়েছিলেন—এ অভিযোগের মুখে তিনি দেশত্যাগ করেন। বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন।

অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বলা হয়, শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার জনগণকে বিভ্রান্ত করবে এবং সহিংসতা উসকে দিতে পারে।

আইন অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews