1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 7:33 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

শ্রীমঙ্গলে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
  • 42 বার সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্যাসক্ষেত্রের অপরিশোধিত তেল সরবরাহের পাইপলাইনে দুর্বৃত্তদের করা ছিদ্র থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন বসির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান আহমদ (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল ওয়হিদ বলেন, ভোরবেলা হাসপাতালে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
ঢাকা থেকে মরদেহ রাত আটটার দিকে গ্রামের বাড়িতে পৌঁছাবে। তবে বসির মিয়ার স্ত্রীর অবস্থা বেশি ভালো না মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন উত্তর ইলাম গ্রামে বহুজাতিক কম্পানি শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে রশিদপুর গ্যাসক্ষেত্রে অপরিশোধিত তেল সরবরাহের পাইপলাইনে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন বসির মিয়া (৫০), তার স্ত্রী পারভীন আক্তার (৩৭) ও ছেলে রেদোয়ান (২০)। তারা ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধী ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে শেভরনের এক কর্মচারী বলেন, দুর্বৃত্তরা ১২ ইঞ্চি পাইপ ছিদ্র করে তেল বের করার চেষ্টা করে। পরে পাইপের সেই ছিদ্র আর বন্ধ হচ্ছিল না।
এ লাইনে অনেক প্রেশার থাকে। পরে ছিদ্রকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন বলেন, পাইপ থেকে তেল বের হয়ে ছড়ার পানিতে মিশে যায় এবং হাওরের দিকে যেতে থাকে। ছড়ার পানিতে মাছ ভেসে উঠলে অনেকে মাছ ধরতে নামেন। ওই সময় ভাসমান তেলে আগুন ধরে গিয়ে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews