1. admin@sylhetbela24.com : admin :
July 11, 2025, 12:27 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে মোবাইল তুলতে নেমে চারজনের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
  • 20 বার সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় একে একে প্রাণ হারালেন চারজন যুবক। বুধবার (৯ জুলাই) রাতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে সীমান্তবর্তী দুর্গম এলাকার একটি চা শ্রমিক পল্লিতে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার পর একজন তা তুলতে নামেন এবং কিছু সময়ের মধ্যে অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করতে গিয়ে আরো চারজন সেপটিক ট্যাংকে নামেন এবং একে একে তারাও অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নামের চার যুবককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রবি বুনার্জি (২০) নামের গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদের সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, গতকাল গভীর রাতে ৪জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমাদের এখানে আসার আগেই তাদের মৃত হয়। তবে রবি বুনার্জী নামে আহত একজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোবাইল ফোন তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে নেমে আপন দুইভাইসহ চারজন প্রাণ হারান। রাজঘাট ইউনিয়ন পরিষদের সদস্য অজয় ভৌমিক জানান, সেপটিক ট্যাংকে পড়া একটি মোবাইল ফোন তোলার জন্য প্রথমে একজন সেপটিক ট্যাংকে নামেন। নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে নিচে পড়ে যান এবং আর উঠতে পারেননি। তারপর তার বড় ভাই ভেবেছিলেন নিচে নেমে উঠতে পারছে না, এই ভবে বড় ভাইও নামেন, তিনিও আর উঠতে পারেন নি। তারপর একে একে আরও ২জন উদ্ধার করতে গিয়ে ওই সেপটিক ট্যাংকে নামেন। গ্যাসের বিষক্রিয়ায় একে একে প্রাণ হারালেন চারজনই।

বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো এখনো হাসপাতালে রযেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চা বাগান এলাকায় সেপটিক ট্যাংক সংক্রান্ত নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এমন দুর্ঘটনা আগেও ঘটেছে বলে জানান স্থানীয়রা। তবে এতজন একসঙ্গে প্রাণ হারানোর ঘটনা এই অঞ্চলে নজিরবিহীন। দুর্ঘটনার খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চা শ্রমিক পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন।

স্থানীয়রা বলেন, সেপটিক ট্যাংকে নেমে যারা মারা গেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে চা বাগানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews