হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, শংকর পাল সুমন, যুগ্ম সাধারন সাম্পাদক আলমগীর কবির, প্রেসক্লাবের অন্যতম সদস্য রাজিব দেব রায় রাজু, ইলিয়াছ কাঞ্চন তানহা, জুলহাসউদ্দিন রিংকু, হামিদুর রহমান রাজু, হাফিজুর রহমান ভুইয়া, লিটন পাঠান প্রমুখ।
বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।