1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 9:49 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সাদাপাথরে দুদক ও জেলা প্রশাসনের অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, আগস্ট ১৩, ২০২৫
  • 53 বার সংবাদটি পড়া হয়েছে

লুটপাট তদন্তে সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদকের একটি দল। বুধবার (১৩ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে লুটের ঘটনায় বুধবার ঘটনাস্থলে যায় দুদকের একটি টিম।

দুদক সিলেট অফিসের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে ৯ সদস্যের তদন্তদল সাদাপাথর এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, ‘যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুট হয়েছে, তাদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। এ ধরনের লুটপাটে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। পর্যটন খাতের ক্ষতির সঙ্গে প্রশাসনের যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

সাদাপাথরে ব্যাপক লুটপাটের সাথে প্রভাবশালী রাজনীতিবীদ, ব্যবসায়ী ও স্থানীয়দের সম্পৃক্ততা থাকতে পারে বলেও ধারণা করছে দুদক। এদিকে, সাদাপাথর লুট সম্পন্নের পর টনক নড়েছে জেলা প্রশাসনের। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সাদাপাথর। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জস্থ এই পর্যটনকেন্দ্রে প্রতিদিন হাজার হাজার পর্যটক সমাগম হয়। গত বছরের ৫ আগস্ট থেকে সাদাপাথর লুট শুরু হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও প্রশাসন নিরব ছিল। গত কয়েকদিনে লুটেরাচক্র সাদাপাথরের সকল পাথর লুটে নেয়। বিষয়টি সারাদেশে আলোচিত হলে টনক নড়ে প্রশাসনের।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews