1. admin@sylhetbela24.com : admin :
July 11, 2025, 4:44 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সিকৃবিতে মৎস্যসম্পদ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
  • 19 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মৎস্যসম্পদ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) মাৎস্য বিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়।

আগামী ৩০ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, ইটালী, স্পেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও বিজ্ঞানীদের ৪০০টির অধিক এবস্ট্রাক্ট, ২২০টি ওরাল প্রেজন্টেশন এবং ১৬০টি পোস্টার জমা হয়েছে।

পাশাপাশি বিশ্বের ৩৫টি স্বনামধন্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্মেলনে অংশগ্রহণের জন্য
www.icsf.sau.ac.bd এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পাদন করতে হবে।

উল্লেখ্য আগামী ৫-৭ সেপ্টেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩য় “টেকসই মৎস্যসম্পদ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসএফ)” ২০২৫ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews