তিন ম্যাচের টি২০ সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজের শুরুটা হারে হয়েছে বাংলাদেশের। প্রথমটায় হেরে যাওয়ায় আজ শনিবার ( ১১ অক্টোবর) তিন ম্যাচের সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে।
অন্যথা এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে আফগানরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ শনিবার আবুধাবিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ দল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি জানিয়েছেন, উইকেট আগে ব্যাটিং করার জন্য ভালো মনে হচ্ছে।
আগের ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন ব্যাটিং। এবার টস জিতে সেই একই সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান অধিনায়ক হাশামউল্লাহ শাহিদি।
টসের সময় মিরাজ বললেন, টস জিতলে এই ম্যাচেও আগে ব্যাটিং নিতেন তিনি। শিশির পড়ায় এই উইকেটে ২৫০ রান পর্যন্ত তাড়া করা সম্ভব বলে মনে হচ্ছে তার।
৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
অনুমিতভাবেই স্পিনে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। সঙ্গে ফিরিয়েছে অভিজ্ঞ মুস্তাফিজকে। এই ধরনের উইকেটে যিনি গড়ে দিতে পারেন ব্যবধান।
এদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া দলটির উপরই আস্থা রেখেছে আফগানিস্তান। উইকেটে দেখে ভালো মনে হয়েছে দলটির অধিনায়ক হাশামতউল্লাহ শাহিদির। দ্বিতীয়ভাগে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আশা করছেন তিনি।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেওয়ালিয়া খারোতে, এএম গাজানফার ও বশির আহমেদ।