সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি, উৎমা ও সুনামগঞ্জ জেলার সোনালীচেলা বিওপির সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৬০০ টাকা।
বিজ্ঞপ্তিতে কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালসমূহের পরবর্তীতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।