সিলেট মহানগরীতে (এসএমপি) অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলা এলাকায় পুলিশ একযোগে অবস্থান নিয়ে অভিযান চালান।
এই সময় অন্তত ২০টি অবৈধ অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে নেওয়া হয়েছে। এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধই মূল উদ্দেশ্য। আগে সময়ে দেওয়া এবং মাইকিংয়ের পরও যারা নির্দেশনা মানছেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, নগরীতে আর কোনো অবৈধ সিএনজি অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না এবং অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ড সরিয়ে সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
এর আগে এসএমপি আট দফা নির্দেশনা জারি করে, যার মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন নিষিদ্ধ, অনুমোদিত স্ট্যান্ড ছাড়া পার্কিং না করা, এবং মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট বাধ্যতামূলক করার নিয়ম রয়েছে।
মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘অভিযান চলমান থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’