1. admin@sylhetbela24.com : admin :
July 18, 2025, 11:38 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সিলেটে চলবে না মেয়াদোত্তীর্ণ গাড়ি : অভিযান শুরু রোববার

  • প্রকাশিতঃ শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
  • 20 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আগামী রোববার (২০ জুলাই)। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই অভিযান চলবে দিন ও রাতে—যা প্রধান সড়ক, মহাসড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হবে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা)।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এর বেশি সময় চলাচলরত যেকোনো গাড়ি অবৈধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি, রংচটা, বায়ু দূষণকারী ও অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

এই অভিযানের উদ্দেশ্য নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।

সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), এসএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন, সিএনজি-অটোরিকশা এবং লেগুনা চালক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের পাশাপাশি গণসচেতনতা তৈরির কাজও চলবে। তবে নির্ধারিত সময়ের পর কেউ অবৈধ যানবাহন নিয়ে রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews