1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 10:52 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সিলেটে চা-বাগানে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
  • 67 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে চা-বাগানের একটি কক্ষ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত ইমাম উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
আটকরা হলেন চা–বাগানটির শ্রমিক আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও কর্মকর্তা কপিল উদ্দিন।

সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটক করে চা-বাগান কর্তৃপক্ষ। পরে কয়েকজন মিলে তার ওপর বর্বর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে মারা যায় সে।
তবে ইমামের পরিবারে দাবি হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তাকে চুর অপবাদ দেওয়া হচ্ছে।

এদিকে মঙ্গলবার সকালে ইমামকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে চা-বাগান এলাকায় বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews