1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 1:59 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সিলেটে ছেলের হাতে মা খুন

  • প্রকাশিতঃ সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
  • 30 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেটে ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক মা। তার নাম রহিমা বেগম (৭০)।

তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন শাহপরান আবাসিক এলাকার ২নং রোডের, ৮নং বাসার আব্দুস সালামের মালিকানাধীন হেপি কমপ্লেক্সের ভাড়াটিয়া আব্দুল গাফ্ফারের স্ত্রী।

তাঁর স্থায়ী ঠিকানা জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামে।

শাহপরান থানাপুলিশ ও তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে রহিমা বেগমকে তারই ছেলে বদরুল ইসলাম (৪২) হত্যা করেছে বলে তাদের ধারনা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। রবিবার দিবাগত রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। সোমবার সকাল ১১টার দিকে ৯৯৯- এ কল দিলে শাহপরাণ থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে তাদের অপর এক স্বজন জানান, বদরুলের পিতা তাবলিগের চিল্লায়। রাতে তার ভাবী নিজের ঘরে ও বদরুল এবং তার মাও ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার ভাবী দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। চিৎকার চেঁচামেচির পর প্রতিবেশীরা এসে দরজা খুলে দেন। তারপর শাশুড়ির ঘরে গিয়ে দেখেন তার পেটে ছুরিকাঘাত করা এবং রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে আছে। বদরুলকেও খোঁজে পাওয়া যাচ্ছেনা। এ অবস্থায় ৯৯৯- এ কল দিলে পুলিশ বাসায় পৌঁছে।

বদরুল ইসলাম ইমমতি পেশায় নিযুক্ত থাকলেও গত ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত অবস্থায় ছিলেন। তিনি তার বাবা মার চতুর্থ সন্তান। অপর একটি সূত্র জানিয়েছে, বদরুল মানসিক সমস্যাগ্রস্ত।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার এসআই সোহেল। তিনি বলেন, আমরা সুরৎহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews