সিলেটে পুলিশের জালে ধরা পড়েছেন স্বপন মিয়া (২৬)। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার একদল পুলিশ সদস্য।
এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
স্বপন সুনামগঞ্জ জেলা সদরের কায়েরগাঁও মল্লিকা গ্রামের মাইনুদ্দিন মিয়া ও দিলারা বেগমের ছেলে।
তারা বর্তমানে নগরীর শাহপরাণ থানার বালুচর এলাকায় থাকেন।
স্বপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সপোর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম।