সিলেটের জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় এক মাওলানাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা জুবায়ের আহমদ (৪৮) বড়গুল এলাকার মৃত মদরিস আলীর ছেলে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। শোনা যাচ্ছে ব্যাক্তিগত দ্বন্দ্ব থেকেই এই খুন। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।